kalerkantho


সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪

সাতক্ষীরা প্রতিনিধি    

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩২সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত  জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানার ছয়জন, শ্যামনগর থানার তিনজন, আশাশুনি থানার দুইজন, দেবহাটা থানার একজন এবং পাটকেলঘাটা থানার একজন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য