kalerkantho


ভাঙ্গার কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২২ভাঙ্গার কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত

এলাকাবাসীর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাজার এলাকায় কুমার নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামাবাংলার এ ঐহিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক নৌকা অংশ নেয়। নদের দুই পাড়ে বিনোদনপিপাসু অর্ধলক্ষাধিক মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। সাবেক যুগ্ম সচিব মজিবর রহমানসহ আয়োজক কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য