kalerkantho


ফরিদপুরে বাসচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪১ফরিদপুরে বাসচাপায় পথচারী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মলি্লকপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জয়নাল শেখ (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম জানান, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জয়নালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জয়নাল শেখ। এ ঘটনার পর বাসটি আটক করা হলেও পালিয়ে গেছে এর চালক।

 


মন্তব্য