kalerkantho


ফরিদপুরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৭ফরিদপুরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা

ফরিদপুরে নানা আয়োজনে আজ শনিবার সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকর্মা পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।

ভক্তদের বিশ্বাস মতে, তিনি বিশ্বের সমস্ত কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। ভাদ্র মাসের সংক্রান্তিতে সারা দেশের সনাতন ধর্মের বিশেষ করে ব্যবসায়ীরা বেশ আড়ম্বরপূর্ণভাবে বিশ্বকর্মা পূজা করে থাকেন। এ ধর্মের অন্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে বিশ্বকর্মার পূজা করা হয়।

বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃতশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত কারিগররা কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। এ সময়  সবার বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পূজা অনুষ্ঠানে ঘুড়ি ওড়ানো ও নৌকাবাইচের আয়োজন করা হয়।

 


মন্তব্য