শেরপুরে নালিতাবাড়ীর পশ্চিম ছালুয়াতলা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে মোফাজ্জাল হোসেন নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কৃষককে হত্যায় জড়িত অভিযোগে মেয়ে জামাই মারফত আলীকে (২২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জামাই মারফত আলী তার শ্বশুর মোফাজ্জল হোসেনের কাছে টাকা দাবি করে আসছিলেন। কিন্তু শ্বশুর মোফাজ্জল টাকা দিতে অস্বীকার জানান। এর জের ধরে গতকাল শুক্রবার রাতে জামাই মারফত শ্বশুর মোফাজ্জলকে বাড়ির বাইরে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে চলে যান। এ ঘটনায় জামাই মারফত আলীকে আজ শনিবার সকালে তার নিজ গ্রাম পোড়াগাঁও থেকে আটক করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার এসআই মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের