kalerkantho


মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২২মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন শিশু। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

 


মন্তব্য