kalerkantho


চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪২চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর কর্ণফুলি থানার শিকলবাহা এলাকায় ঝড়ো হওয়ায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম রুবি আকতার (৮)। সে শিকলবাহা এলাকার মো.জামাল হোসেনের মেয়ে।

এ বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি থানার এসআই মো.হাবিবুর রহমান জানান, ভোর রাতে ঝড়ো হাওয়ার কারণে বৈদ্যুতিক খুটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। রুবি আকতার সকালে বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় 
অসাবধানতাবশত ওই তারে পা দিলে সে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


মন্তব্য