kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি    

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৪আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন গাজী (৫০) নামে একজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন গাজী গদাইপুর গ্রামের মৃত ছহিল উদ্দিন গাজীর ছেলে।

উপজেলার স্থানীয় খাজরা ইউপি সদস্য হোসেন আলী জানান, গতকাল বৃহস্পতিবার রাতে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলে রাত ২টা পর্যন্ত। রাত ২টার পর সবাই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়। ভোরে  আমিন গাজী স্কুল মাঠে হাঁটাহাঁটির সময় ছড়িয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন আমিন গাজী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আশাশুনি থানার ওসি গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য