kalerkantho


মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০০মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেদ্র হিউম্যান হলারের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজৈর থানার এসআই রমজান হোসেন জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কালিবাড়িতে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এসআই রমজান হোসেন।


মন্তব্য