kalerkantho


বড় দুঃসংবাদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ, নিরাপদে সাকিব

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৫বড় দুঃসংবাদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ, নিরাপদে সাকিব

একটুর জন্য সকাল বেলাতেই বড় এক দুঃসংবাদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। আজ সকালে কক্সবাজারের উখিয়ায় একটি হেলিকপ্টার ​বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অল রাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি।

জানা গেছে, বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সাকিব এখন কক্সবাজারে। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়।

সাকিবকে নামিয়ে ​দিয়ে ফেরার পথে কিছুদূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। গিয়ে পড়ে একটি খালে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদ আছেন।

তবে এই ঘটনায় একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্তব্য