kalerkantho


সাকিবকে নামিয়ে ফেরার পথে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৭সাকিবকে নামিয়ে ফেরার পথে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি

কক্সবাজারের উখিয়ার রেজু খালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন আহত হয়েছেন।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় একজন নিহত ও পাইলটসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।


মন্তব্য