kalerkantho


কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৩কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

কক্সবাজার জেলার উখিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার রেজুখাল এলাকায় যাত্রীবাহী এ হেলিকপ্টারটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। হেলিকপ্টারটি বেসরকারি সংস্থা মেঘনা এভিয়েশন সার্ভিসের মালিকানাধীন বলে জানা গেছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটিতে যাত্রী ছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে কক্সবাজারে নামিয়ে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে একজনের নিহত হওয়ার ও তিনজনের আহত অবস্থায় হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানিয়েছেন, তিনি একজন নিহত হওয়ার খবর পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।


মন্তব্য