kalerkantho


অপহৃত জেলেদের মুক্ত করতে সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৩অপহৃত জেলেদের মুক্ত করতে সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড

File Photo

পশ্চিম সুন্দরবনের দুধমুখী ভাইজোড়া খাল থেকে অন্তত ১০ জেলেকে অপহরণের খবর পেয়ে অভিযানে নেমেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে খবর পান বলে জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. এম ফরিদউজ্জামান খান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে দুই দফায় অন্তত ১০ জেলেকে অপহরণ করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের কাছে খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই অপহৃতদের উদ্ধারের জন্য কোস্ট গার্ড অভিযান শুরু করেছে। অপহৃতদের বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে বলে তিনি জানান।


মন্তব্য