kalerkantho


ফরিদপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৩ফরিদপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপা পড়ে নূরুদ্দীন মোল্লা(৭০)নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী জি আর পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধকে চাপা দিলে এ ঘটনাটি ঘটে। নিহত নূরুদ্দীনের বাড়ি পাশের ধুলদী গ্রামে।

আজ বৃহস্পতিবার বিকেলে পৌনে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরই চালক বাসটি চালিয়ে  দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

তবে এ ঘটনার পর জিআর পরিবহনের আরেকটি বাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময়  স্থানীয় জনতা বাসটি থামার সংঙ্কেত দিলে চালক বাস রেখে পালিয়ে যায়।

ঘটনার সতদ্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক(এসআই)মনির হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মন্তব্য