kalerkantho


নওগাঁর সংবাদকর্মী আরিফুল হকের অকাল মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৮নওগাঁর সংবাদকর্মী আরিফুল হকের অকাল মৃত্যু

নওগাঁর তরুণ সংবাদকর্মী আরিফুল হক মাত্র ৩৯ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তিনি বেশ কয়েক মাস ধরে ব্রেন ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার বেলা ৩ টা ১৫ মিনিটে তিনি শহরের আরজী নওগাঁর লাটাপাড়া মহল্লার তাঁর শ্বশুরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না...রাজিউন)।

আরিফুল বৈশাখী টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সড়ইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আরিফুল হক নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের বড়খোল গ্রামের আব্দুর রশীদ ও আয়মা খাতুনের ছেলে।


মন্তব্য