kalerkantho


আহত ১৫

মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমসাধুচালক নিহত

মেহেরপুর প্রতিনিধি    

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৭মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমসাধুচালক নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গাতে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর  চালক মোস্তফা আলী (৪৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আলমসাধুতে থাকা ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজসংলগ্ম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের নুর বকসের ছেলে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন একই গ্রামের আনেকা খাতুন, মৌসুমী, জেসমিন, সাজেদা খাতুন, সেন্টু মিয়া, শাহা আলম, হাসান, সাথি খাতুন, আখি খাতুন, আহাদ আলী, কোকিলা, রাকিবুল এবং হাসি খাতুন। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার পীরতলা থেকে আলমসাধুযোগে মুজিবনগরে ঈদ আনন্দ যাত্রার অংশ হিসেবে ঘুরতে যাওয়ার পথে সদর উপজেলার মদনাডাঙ্গা টেকনিক্যাল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস আলমসাধুকে ধাক্কা দেয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় আলমসাধুর চালকসহ তারা আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মোস্তফা মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশের একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি ইকবল বাহার চৌধুরী।

 


মন্তব্য