kalerkantho


আহত ২

কানসাটে সড়ক দুর্ঘটনায় ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ    

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৭কানসাটে সড়ক দুর্ঘটনায় ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়ায় একটি পেট্রল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন নামে এক শিক্ষার্থী নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেন মির্জাপুর ক্যাডেট কলেজের উচ্চ মাধমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লচমনপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাদাত হোসেন মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত শাহাদাত হোসেনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান বলে শিবগঞ্জ থানা ওসি রমজান আলী জানান।

 


মন্তব্য