kalerkantho


'নবীন-প্রবীণের সংমিশ্রণে আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩১'নবীন-প্রবীণের সংমিশ্রণে আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবীন ও প্রবীণের সংমিশ্রণে আগামী সম্মেলনে আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসবে। আগামী অক্টোবরে সম্ভাব্য এ সম্মেলনে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি শক্তির জন্য কমিটিতে নতুন রক্ত সঞ্চালন হবে। 

আজ বুধবার কুমিল্লা নগরীর শাসনগাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কাউন্সিলের কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কৌশলগত দিক থেকে যেটা দেখি সেটা হলো নতুন আইডিয়া। আমাদের ঐতিহ্য আছে। ঐতিহ্যের সঙ্গে টেকনোলজিকে যুক্ত করব। এটা চলমান একটা ধারা।’    

তিনি আরো বলেন,  ‘ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে নবীন-প্রবীণের সংমিশ্রণে আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনে নয়া নেতৃত্ব আসবে। সম্মেলন অক্টোবর মাসে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। প্রবীণের অভিজ্ঞতার পাশাপাশি এনার্জির (শক্তি) জন্য নতুন রক্ত সঞ্চালন হবে।’   


মন্তব্য