kalerkantho


জামালপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি

জামালপুর প্রতিনিধি    

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৪জামালপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ বুধবার সকালে জামালপুর সরকারি শিশু সদনে  জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে একটি গরু কোরবানি  করা হয়েছে। এ উপলক্ষে সকালে শিশু সদন মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, শিশু সদনের উপ তত্ত্বাবধায়ক মো. নকিব উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক আজিজুর রহমান ডল প্রমুখ।

আলোচনাপর্ব শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁদের নামে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সরকারি শিশু সদনে উপস্থিত ১০২ জন এতিমের জন্য একটি গরু কোরবানি করা হয়।

 


মন্তব্য