kalerkantho


সিরাজগঞ্জে জঙ্গিবাদ ও মাদকবিরোধী মিছিল-সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৬সিরাজগঞ্জে জঙ্গিবাদ ও মাদকবিরোধী মিছিল-সমাবেশ

সিরাজগঞ্জে জঙ্গিবাদ ও মাদকবিরোধী মিছিল ও সমাবেশ উনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লাবাসীর উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ কলেজ রোডের  দত্তবাড়ি মোড়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার তাই ধর্মের অপব্যবহার করে যারা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। বক্তারা আরো বলেন, আজকের প্রজম্ম আগামী দিনের ভবিষৎ, তাই তাদের সঠিক বিকাশের জন্য সমাজকে মাদকমুক্ত রাখতে হবে।

জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশ বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুল ইসলাম সজল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ সাদী, সুজন ইসলাম প্রমুখ। এ সময় এলাকার শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য