kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


উল্লাপাড়ায় ট্যাংক লরির চাপায় পুলিশ কনস্টেবল নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৯



উল্লাপাড়ায় ট্যাংক লরির চাপায় পুলিশ কনস্টেবল নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরাজগঞ্জ-নগরবাড়ী সড়কে ট্যাংক লরির চাপায় মো. আবু মুসা (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ভ্যানের চালক ও পাবনা জেলার সাঁথিয়া থানার আফরা গ্রামের আকুল হোসেন প্রামানিকের ছেলে।

আজ বুধবার ভোরে ছুটি থেকে কর্মস্থলে ফেরার পথে সিরাজগঞ্জ-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশন এলাকার সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, পুলিশ কনস্টেবল মো. আবু মুসা ঈদের ছুটি শেষে পাবনা জেলার সাথিয়া থেকে কর্মস্থল সিরাজগঞ্জের উদ্দেশে মোটরসাইকেলযোগে আসছিলেন।

আজ বুধবার ভোরে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এ সময় পার্কিং করা একটি ট্যাংক লরির সঙ্গে গুরুতর আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।


মন্তব্য