kalerkantho


ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৪ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই  পরিবারের তিন সদস্য নিহত

ঠাকুরগাঁও সদরে পিকআপ ভ্যান ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই আবু হানিফ জানান। নিহতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জের কালা মিয়ার ছেলে রমজান আলী (৬০), তার ভায়রা আব্দুল গফ্ফার (৬০) ও ভাগ্নি রোজিনা আক্তার (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই হানিফ বলেন, বেলা ১২টার দিকে বীরগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী ও আব্দুল গফ্ফারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোজিনা। দুর্ঘটনার পর দুই যানের চালক পালিয়ে গেছে বলে জানান এসআই। তারা একটি বিয়ের দাওয়াতে পিকআপ ভ্যানে করে বীরগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন বলে জানান রোজিনার স্বামী মো. জনি।মন্তব্য