kalerkantho


খুলনায় পুকুর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৮খুলনায় পুকুর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

খুলনায় পাশাপাশি দুই পুকুর থেকে স্বামী খসরুল মোল্লা (৪০) ও স্ত্রী লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় জেলার তেরখাদা উপজেলার ইখরি গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তেরখাদা থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, ঈদের দিন রাতে ওই এলাকার উত্তর পাড়ার পিলার ব্যবসায়ী আরজ আলী, কামাল, তরিকুলের কাছে খসরুল ও লিপির যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তারা বাড়ি থেকে বের হন। পরে তাদের আর কোনো খোঁজ ছিল না।

বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ দুটি পুকুরে দুজনের মরদেহের খবর জানতে পেরে তা উদ্ধার করে। মরদেহে আঘাত ও কাটা চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামাল ও আরজ আলীকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, খসরুল ও লিপি তিন সন্তানের বাবা-মা। লিপি গর্ভবতী ছিলেন। খসরুল নিজেও পিলার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

 


মন্তব্য