kalerkantho


সারা দেশে বৃষ্টিবিঘ্নিত আর বান্দরবানে ঝকঝকে রোদে ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০২সারা দেশে বৃষ্টিবিঘ্নিত আর বান্দরবানে ঝকঝকে রোদে ঈদ জামাত

বান্দরবান জেলার প্রধান ঈদ জামাত আজ মঙ্গলবার সকাল ৮টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এ জামাতে নামাজ আদায় করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিক এবং জেলা শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এতে ইমামতি করেন বান্দরবান বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মুঈন। এ ছাড়াও বান্দরবান বাজার জামে মসজিদে দ্বিতীয় প্রধান ঈদ জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়।
 
তা ছাড়াও পৌর শহর লামায় কোর্ট মসজিদ, বাজার জামে মসজিদ ও চেয়ারম্যান পাড়া মসজিদে যথাক্রমে সকাল ৮টা, সাড়ে ৮টা এবং ৯টায় পৃথক পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
 
এদিকে গতকাল বিকেল থেকে টানা বৃষ্টির কারণে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়লেও সকাল থেকে রোদের দেখা মিলে এবং ভাদ্রের কড়া রোদে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করে বাড়ি ফেরেন।
 
অপরদিকে সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান শহরের নিজ বাড়িতে ইসলাম ধর্মাবলম্বীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।


মন্তব্য