kalerkantho


উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরে ঈদুল আজহা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৩উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরে ঈদুল আজহা উদযাপিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় শহরের কমলাপুর চাঁদমারী এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে অন্যান্যদের মধ্যে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ বহু মুসল্লি।

এই ঈদ জামাতের নামাজে ইমামতি করেন মুফতি জাফর আহমদ। ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি এবং হাত মেলান।

এ ছাড়াও ফরিদপুর পুলিশ লাইন্স ময়দান, চকবাজার জামে মসজিদে, সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল মাঠ ও চন্দ্রপাড়া পাক দরবার শরিফে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


মন্তব্য