kalerkantho


কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৫কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে একটি লুঙ্গী ও শার্ট ছিল। তার মৃতদেহের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন পাড় হয়। ট্রেনটি কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছালে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্টেশন মাস্টার আরো জানান, এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার টুঙ্গি ফাঁড়িকে জানানো হয়েছে। পুলিশ মৃতদেহটির ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।


মন্তব্য