kalerkantho


নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৪



নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে ওই সভা অনুষ্টিত হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধণ, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।

সভায় উপস্তিত সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের নিজস্ব জমি ও ভবন না থাকার সমস্যার কথা মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।


মন্তব্য