kalerkantho


ফরিদপুরে দরিদ্র মুক্তিযোদ্ধাদের অনুদান দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩৭ফরিদপুরে দরিদ্র মুক্তিযোদ্ধাদের অনুদান দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী

ফরিদপুরে দরিদ্র মুক্তিযোদ্ধাদের অনুদানের টাকা বিতরণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, যে জাতি তাঁর সুর্য সন্তানদের সম্মান করতে জানে না। সে জাতি উন্নতি করতে পারে না।

আজ সোমবার বিকেলে শহরতলির বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জেলার নয় উপজেলার দরিদ্র ৫৭ জন মুক্তিযোদ্ধাকে দুই লাখ টাকা অনুদান দেন। ফরিদপুর জেলা পরিষদের মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল থেকে অনুদানের এ টাকা দেওয়া হয়।

ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(পিএনও) মো.আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কামরুজ্জামান সেলিম, ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।


মন্তব্য