kalerkantho


জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৬জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে

দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ঢাকা থেকে দিনাজপুর ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদের উপর চেপে বসে নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী যাত্রীরা। আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেল স্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

আজ ভোর থেকে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। ট্রেনের ছাদে যাত্রীরা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তবুও আনন্দে মেতে ছিল তাদের ঘর ফেরার উল্লাস। জীবনের ঝুঁকি রয়েছে তবু  বাড়ির পথে ছিল এসব যাত্রী। নাড়ির টানে ঘরমুখো মানুষের বাসায় ফেরার তৎপরতাও ততটাই বেড়ে যায়। যারা টিকিট পান তারা হয়তো নিশ্চিন্তে ট্রেনে রওনা হন। কিন্তু যারা টিকিট পাননি তারাও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন এভাবে ট্রেনের ছাদে চড়ে।

 


মন্তব্য