kalerkantho


সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৪সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩২) এক বাসযাত্রী নিহত এবং  অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ ও নলকা-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী বাবলু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় বাবলু এন্টারপ্রাইজের ছাদ থেকে পড়ে পাঁচ যাত্রী আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়।

অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক পাঁচলিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা অন্তত সাত যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য