kalerkantho


আহত ৪

মেহেরপুরে সড়কে ঝরল গরু ব্যবসায়ীর প্রাণ

মেহেরপুর প্রতিনিধি    

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৪মেহেরপুরে সড়কে ঝরল গরু ব্যবসায়ীর প্রাণ

মেহেরপুরের গাংনীর তেরাইল কলেজের সামনে বাসের ধাক্কায় গরুবোঝাই নছিমন উল্টে প্রাণ হারিয়েছেন রফিকুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে।

দুর্ঘটনায় নছিমনের চালক এবং আরো তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়ারা জানান, দুর্ঘটনার সময় রফিকুলসহ তিন গরু ব্যবসায়ী মেহেরপুর থেকে নছিমনযোগে গরু নিয়ে বামন্দি হাটে যাচ্ছিলেন। নছিমনটি তেরাইল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়া অভিমুখে ছেড়ে আসা যাত্রিবাহী বাসটি পেছন থেকে থাক্কা দেয়।

দুর্ঘটনায় গরুসহ নছিমনটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল ইসলাম। আহত হন চালকসহ চারজন। আহতদের মধ্যে সদর উপজেলার হরিরামপুরের কাবিদুল ও গোভীপুরের ইয়াসিনের অবস্থা গুরুতর হওয়ায় গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 


মন্তব্য