kalerkantho


বোয়ালমারীর ১০ গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৫বোয়ালমারীর ১০ গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আজ সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ গ্রামের দেড় সহস্রাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলী ও বারাংখোলা, কাটাগড় ও পাশের আলফাডাঙ্গার শুকুরহাটি গ্রামসহ ১০ গ্রামে ঈদের এ উৎসব চলছে।

কাটাগড় গ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, "১০ গ্রামের দেড় সহস্রাধিক মানুষ চট্টগ্রামের মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কোরবানি দেন ও ঈদ পালন করেন। কয়েক শ বছর ধরেই এভাবেই এখানে কোরবানি দেওয়া ও ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।'' তিনি আরো বলেন, "সহস্রাইল, রাখালতলী, মাইট কুমড়া এবং ধলাইরচর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।"
 


মন্তব্য