kalerkantho


দৌলতদিয়ায় ২ ফেরিঘাট বন্ধ, যানজট নেই পাটুরিয়ায়

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:০২দৌলতদিয়ায় ২ ফেরিঘাট বন্ধ, যানজট নেই পাটুরিয়ায়

পদ্মায় প্রবল স্রোতের কারণে নদীগর্ভে চলে গেছে রাজবাড়ীর দৌলতদিয়ার ২ ও ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন। রবিবার রাতে প্রবল স্রোতের তোড়ে ৩ নম্বর ঘাটটি ভাঙনের কবলে পড়ে। পরে মধ্যরাতে ভাঙন দেখা দেয় ২ নম্বর ঘাটেও। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে এসব তথ্য জানান দৌলতদিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন।

এদিকে, সোমবার ভোর থেকেই তেমন কোনো যানজট নেই ও ঘরমুখো মানুষের বাড়তি চাপ নেই পাটুরিয়া ঘাটে। একই অবস্থা দৌলতদিয়া ঘাটেও। পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, ঘরমুখো মানুষের চাপ অনেকটাই কমেছে পাটুরিয়া ঘাটে। ফলে পারের অপেক্ষায় পাটুরিয়া প্রান্তে এখন আর যানবাহনের দীর্ঘ লাইন নেই। তিনি জানান, ঘাটে মাত্র ৬০ থেকে ৭০টি বড় বাস লাইনে রয়েছে। বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

 


মন্তব্য