kalerkantho


জানাযা পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০২জানাযা পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আত্মীয়ের জানাযা পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন ফখরুল ইসলাম(৬০) নামে এক বৃদ্ধ।  আজ রবিবার সন্ধ্যার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের বাড়ি সোহাগী ইউনিয়নের বাড়ইগ্রাম কান্দারপাড়া গ্রামে। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের ফুফাতা ভাই। 

মেয়র আব্দুছ ছাত্তার জানান, রবিবার বিকেলে পাশের গৌরীপুর উপজেলার ধুরুয়া গ্রামে তাঁর এক আত্মীয়ের জানাযা পড়তে দুই ভাই এক সাথে যান। জানাযা শেষে ভাই ফখরুল ইসলাম একাই বাড়ির পথে পায়ে হেটে রওনা দেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতেই পিছন দিক থেকে আসা দ্রুত বেগের একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে চলে যায়। এ সময় পথচারিরা তাঁকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। 

তিনি আরো জানান, মোটরসাইকেলচালক না পাওয়া গেলেও ঘাতক মোটরসাইকেলটিকে আটক করা হয়।
 


মন্তব্য