kalerkantho


কাল শেরপুরের ৭ গ্রামে ঈদুল আযহা উদযাপিত

শেরপুর প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩২কাল শেরপুরের ৭ গ্রামে ঈদুল আযহা উদযাপিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে মিল রেখে বিগত কয়েক বছরের ন্যায় এবারও শেরপুরের ৭ গ্রামে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। 

শেরপুর সদরের চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারাসহ ৭টি স্থানে ঈদুল আযহার আগাম জামাত ও কোরবানী অনুষ্ঠিত হবে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লীরা পবিত্র ঈদের নামাজ আদায় করবেন। স্থানীয়রা জানান, আগাম ঈদুল আযহা উদযাপনকারীরা সুরেশ্বর দরবার শরীফের ভক্ত-মুরিদান। বিগত কয়েক বছর যাবৎ তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রমাজানের রোজা, ঈদুল ফিতর ও  ঈদুল আযহা উদযাপন করে আসছেন। 

এদিকে, আগামীকাল মঙ্গলবার শেরপুরে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৯টায় পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এবার মহিলাদের ঈদের জামাতে শরীক হওয়ার জন্য ঈদগাহ মাঠ সংলগ্ন টেনিস গ্রাউন্ডে নামাজের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা তথ্য অফিস এ বিষয়ে আজ রবিবার শহরে মাইকিং করেছে।


মন্তব্য