kalerkantho

বুধবার। ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৮।


আগামীকাল বোয়ালমারীর দশ গ্রামে ঈদ উদযাপিত হবে

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৭আগামীকাল বোয়ালমারীর দশ গ্রামে ঈদ উদযাপিত হবে

সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ গ্রামের দেড় সহস্রাধিক মানুষ ঈদ উদযাপন করবেন।

ওই গ্রামগুলো হল বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সরাইল, মাইটকুমড়া, রাখালতলী ও বারাংখোলা,কাটাগড় ও পাশের আলফাডাঙ্গার  শুকুরহাটি গ্রামসহ দশ গ্রাম।

কাটাগড় গ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাহিদুল হক বলেন, ওই দশ গ্রামের দেড় সহস্রাধিক মানুষ চট্টগ্রামের মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে কোরবানি দেন ও ঈদ ঊৎসব পালন করেন। তিনি বলেন, কয়েকশ’ বছর ধরেই এভাবেই এখানে কোরবানি ও  ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।


মন্তব্য