kalerkantho


চাঁদপুরে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৩চাঁদপুরে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাদশা মিয়া (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো। নিহত বাদশা মিয়া ওই লরিটির চালক ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলায়েত হোসেন জানান, দগ্ধ বাদশা আটদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরে বৃহস্পতিবার সেখান থেকে ফিরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এর আগে চিকিৎসারত অবস্থায় মারা যান তেলের গোডাউনের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী, তার বড় ছেলে রায়হান পাটোয়ারী (২৩), লরির হেলপার নুর মোহাম্মদ (২১) ও তার দোকানের কর্মচারী মাসুদ (২৮)। ৩১ আগস্ট দিবাগত রাতে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা ওয়েল এজেন্সির গোডাউনে তেলের লরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 


মন্তব্য