kalerkantho


বস্তিতে ভয়াবহ আগুন, মা-মেয়ের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৮বস্তিতে ভয়াবহ আগুন, মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার রেললাইন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৩টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়। মৃতরা হলেন ফাতেমা (২৭) ও তার মেয়ে মারজান (৩)। তাদের বাড়ি লক্ষীপুরে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবাইল অপারেটর রুপন কান্তি বিশ্বাস বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেললাইন লাগোয়া ওই বস্তিতে ভোর সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যাওয়া একটি ঘরের টিনের নিচে মা-মেয়ের মরদেহ পাওয়া যায়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রুপন কান্তি বিশ্বাস আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক মালিকের মালিকানাধীন বেশ কয়েকটি ঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।

 


মন্তব্য