kalerkantho


কাওড়াকান্দি ফেরিঘাটে যানজট

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৪৭কাওড়াকান্দি ফেরিঘাটে যানজট

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের মিছিল যেন থামছেই না। বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকে শুরু হয়েছে ঈদুল আজহার টানা ৬ দিনের ছুটি। আর প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে সেদিন থেকেই নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষও তার ব্যতিক্রম নয়। হাজার হাজার ঘরমুখো মানুষের স্রোত যেন বয়েই চলছে। আর এর ফলে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে যাত্রী আর যানবাহনের চাপ তৈরি হয়েছে।

আজ রবিবার সকাল থেকেই ফেরিঘাটে সে চাপ দেখা গেছে। যানবাহনের অতিরিক্ত চাপের ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচাকারী যাত্রী ও চালকরা। অনেকেই কাওড়াকান্দি থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে পাচ্চর বাইপাস সড়কে এসে গাড়িতে উঠছেন।

মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, এবারের ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে ১৭টি ফেরি, ৮৬টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। এ ছাড়া যাত্রী হয়রানি বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

 


মন্তব্য