kalerkantho


বকশিগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি    

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩৯বকশিগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জে ভিমরুলের কামড়ে মোহাম্মদ আলী গাজী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত গাজীর বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি গাছে থাকা ভিমরুলের চাকের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোহাম্মদ আলী গাজী। হঠাৎ একদল ভিমরুল তাকে কামড় দেয়। এ সময় ভিমরুলের দল তার শরীরে হুল ফুটালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ওই রাতেই তাকে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আজ শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বকশীগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য