kalerkantho


কমলনগরে জামায়াতের আমিরসহ আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১২কমলনগরে জামায়াতের আমিরসহ আটক ৪

গোপন বৈঠক করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিনসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট পশ্চিম বাজার তালপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক অন্যরা হলেন-জামায়াত কর্মী মো. জুলহাস, সাইদুজ্জামান ও ইমরান হোসেন।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, উপজেলা জামায়াতের আমিরসহ চারজন গোপন বৈঠক করছিল। এ সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


মন্তব্য