kalerkantho


জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারী প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৩জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ যাত্রী খালেদুল ইসলাম (৩৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জলঢাকা-ডালিয়া সড়কের কাকড়া চৌপথী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাতা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। এ ঘটনায় ওই পিকআপ ভ্যানের চালকসহ তিনজনকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মুদি দোকানের মালামাল ক্রয়ের জন্য পিকআপ ভ্যান (রংপুর-ণ ১১-১০১৯) ভাড়া করে খালেদুল হাতিবান্ধা থেকে ওই সড়কে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা-ডালিয়া সড়কের কাকড়া চৌপথী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে  ঘটনাস্থলেই খালেদুল নিহত হন। এ সময় ওই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "চালকসহ আহত তিন ব্যক্তির নাম জানা যায়নি।"

 


মন্তব্য