kalerkantho


ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি    

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০০ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি, অঙ্গ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান প্রমুখ।  বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রতিহিংসামূলকভাবে জাতীয় জাদুঘর থেকে সরানোর তীব্র নিন্দা জানান। অবিলম্বে যথাস্থানে সম্মানের সঙ্গে জিয়াউর রহমানের পদক রাখার দাবি জানান বক্তারা।

 


মন্তব্য