আনোয়ারার সাত্তার মাঝিরঘাটসংলগ্ন এলাকা থেকে ১৯ কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। আজ শনিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার এম নূরুজ্জামান শেখ জানান, মিয়ানমার থেকে ইয়াবা-ভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের অদূরে গভীর সমুদ্রে অপেক্ষা করছে এবং সাত্তার মাঝিরঘাটের আশপাশের এলাকায় এসব ইয়াবা খালাস হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটটি না থেমে পালিয়ে যাওয়ার সময় সাগর তীরবর্তী সৈকতে আটকে যায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বস্তাগুলোসহ পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া দিলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৯ কোটি টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের