kalerkantho


টেকনাফে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৩টেকনাফে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের লবণ মাঠ থেকে জাফর আলম (২৮) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে  হ্নীলার রঙ্গিখালী এলিট অ্যাকোয়া কালচার লিমিটেডস্থ প্রধান সড়কের পশ্চিমে লবণের মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত সিএনজিচালক টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লানপাড়ার ছৈয়দ হোসন ওরফে লেডুর ছেলে। টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা জিপ চালক মনু জানান, শুক্রবার রাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকা থেকে যাত্রী নিয়ে হ্নীলা স্টেশনের উদ্দেশে রওনা হয় জাফর। সারারাত খোঁজ-খবর না পাওয়ায় সকালে খুঁজতে বের হলে হ্নীলার রঙ্গিখালী লবণ মাঠে তার মরদেহ পাওয়া যায়। তবে সিএনজিটির হদিস মেলেনি।

 


মন্তব্য