kalerkantho


বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে দীর্ঘ যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৯বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে দীর্ঘ যানজট

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল থেকে মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তীব্র যানযট।

মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় ২৪ জেলার যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করে। ঢাকা থেকে ঈদে ঘরমুখো মানুষের বাড়তি গাড়ির চাপ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাকের কারণেই মহাসড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও হাইওয়ে পুলিশ। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়কটি ব্যবহারকারীদের। এদিকে, যানজট নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।

 


মন্তব্য