kalerkantho


চাটখিলে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৬চাটখিলে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর চাটখিলে শাহনাজ আক্তার তপু ( ২১) নামে এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাহনাজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাটলাবাগ গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে ও চাটখিল পৌরসভা ফতেপুর গ্রামের প্রবাসী শিপনের স্ত্রী।

নিহতের এক আত্মীয় জানান, ২০১৩ সালে শিপনের সঙ্গে বিয়ে হয় শাহনাজের। তার  দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শাহনাজকে শাশুড়ি পারুল বেগম, ভাসুর রিপন এবং ভাসুরের স্ত্রী শারমিন বিভিন্ন সময় নির্যাতন করতেন। আজ শুক্রবার সকালে শাহনাজকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়।

চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।


মন্তব্য