kalerkantho


নছিমনের উত্তপ্ত পানিতে ঝলসে স্বামী নিহত, স্ত্রী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি    

৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৮নছিমনের উত্তপ্ত পানিতে ঝলসে স্বামী নিহত, স্ত্রী আহত

সিরাগঞ্জে দুর্ঘটনাকবলিত নছিমনে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনের উত্তপ্ত পানিতে ঝলসে শাহ আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আয়েশা বেগম (৪৮)।

নিহতের পরিবার সূত্র জানায়, সিরাগঞ্জের চর রায়পুর গ্রামের শাহ আলম তাঁর স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে গত বুধবার রাতে নছিমনে চড়ে পাবনা জেলার ডেমরা মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। নছিমনটি উল্লাপাড়ায় উঞ্জিনের তার পেঁচিয়ে হঠাৎ উল্টে যায়। এ সময় ইঞ্জিনের উত্তপ্ত পানিতে ঝলসে যান তাঁরা। দগ্ধ অবস্থায় তাঁদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার ভোররাতে মারা যান শাহ আলম।

 


মন্তব্য