kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৮

সাতক্ষীরা প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫০সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৪৮

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে নিয়মিত ও মাদক আইনে মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা আটজন, শ্যামনগর থানা ছয়জন, আশাশুনি থানা ছয়জন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।


মন্তব্য