kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


খাগড়াছড়িতে ভারতীয় মদসহ নারী গ্রেফতার

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৫খাগড়াছড়িতে ভারতীয় মদসহ নারী গ্রেফতার

খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের বিপুল ভারতীয় মদসহ এক চাকমা নারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের ওসি সামসুউদ্দিন ভূইয়া নেতৃত্বে সীমান্তের সাওতাল পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে একাধিক প্যাকেটে ৪০ বোতল ফেন্সিডিল, ৩০ বোতল ভারতীয় মদ অফিসার্স চয়েজ ও ১০ তোলা ব্লু চয়েজ উদ্ধার হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুখি চাকমা নামে এক নারীকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সুখি চাকমা মূলত একজন মাদক ব্যবসায়ী। আগেও তাকে কয়েক দফা গাঁজা ও ভারতীয় মদসহ আটক করা হয়েছিল। কিন্তু জামিনে বের হয়েই সে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।


মন্তব্য